
সালানপুর (www.bharattv.news): কালীপুজো উপলক্ষে এলাকায় ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। সালানপুর গ্রামেও কালী প্রতিমা বিসর্জনকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখতে পাওয়া যায়। গ্রামের সামনের সালানপুর পঞ্চায়েতের সামনের পুকুরেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।।মাকালীর নানা নাম আছে ,মাইতো কালী, ক্ষ্যাপা কালী, বড় কালী,পায়রাকালী, ঘুঘু কালী, ইত্যাদি নামে মাকে লোকে ডাকে। ভাই ফোঁটার পরদিন কালী প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি রয়েছে । ।বিসর্জনকে কেন্দ্র করে খিচুরি ভোগের আয়োজন করা হয়।
















