সংঘবদ্ধভাবে করোনা মহামারী মোকাবেলার অঙ্গীকার
আসানসোল /রূপনারায়ণপুর : করোনা পরিস্থিতির মধ্যেই দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পালন করা হল সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায়। বিজেপির কর্মীরাও ৭৪তম এই স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করেন।

সালানপুর ব্লকের আছড়া গ্রামে বিজেপির পাটি অফিস, রূপনারায়ণপুর পার্টি অফিস এবং আল্লাডি পার্টি অফিসে স্বাধীনতা দিবস উদযাপিত হয়.

জেলা যুবমোর্চা অধ্যক্ষ সহ সাংসদ প্রতিনিধি অরিজিৎ রায় পতাকা উত্তোলন করেন।

এই অবসরে তিনি বলেন যে দেশের বীর যোদ্ধারা দেশকে স্বাধীনতা দিয়েছেন,তেমনি আমরাও আজ সংঘবদ্ধভাবে করোনা মহামারী মোকাবেলা করব এই অঙ্গীকার নিয়ে দেশেকে আমরা জয় করব।
আছড়া যুবমোর্চার নেতা পিন্টু তেওয়ারী মাক্স বিতরণ করেন

উপস্থিত ছিলেন রুপনারায়নপুর যুব মোর্চা নেতা অনুপ চোহান, সিন্টু মাজি , সালানপুর বিজেপি মোর্চার সভাপতি গোপাল রায়, বিশু তেওয়ারী,সঞ্জয় পাল, উৎপল লায়েক,শিশির ভট্টাচার্য্য, বাবন সুত্রধর, বিপ্লব রায়ও আরও অনেকেই।















