রূপনারায়ণপুর সবজি বাজারের শৌচাগার বন্ধ প্রতিনিয়ত সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হয়
ভারতটিভি ডট নিউজ: রূপনারায়ণপুর : সালানপুর ব্লকের পরিচিত রুপনারায়নপুর বাজার সঙ্গে রয়েছে সবজি বাজার . বসতি পাশাপাশি বহু ছোট-বড় দোকান রুপনারায়নপুর ডাবর মোড় বাজারের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে শুরু করেছে। শৌচাগারের জন্য সকল সাধারণমানুষ সবজি বাজার থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত শৌচাগারের অসুবিধায় পড়তে হয়. দীর্ঘদিন ধরে বিশেষ করে মহিলাদের। ডাবর মোড় সবজি বাজারের ঢোকার মুখে
একটা শৌচাগার থাকা সত্ত্বেও দিনের পর দিন তালা বন্ধ থাকায়, মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু দেখতে পাওয়া যায় শৌচাগার তো রয়েছে কিন্তু চাবি রয়েছে কার কাছে সে বিষয়ে প্রশ্ন তুলছে বাজার করতে আসা সাধারণ মানুষ ও বাজার এলাকার সকল দোকানদাররা এবং অটো ও টোটো চালক ও বাসস্টাপ এবং বাসস্ট্যান্ডে দূর দূরান্ত থেকে বাস ধরতে আসা যাত্রীদের অভিযোগ শৌচাগারে তালা বন্ধ রয়েছে জনসাধারণের কাছে এটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে . সালানপুর ব্লকের ডাবরমোড় বাজার এলাকায় কোন শৌচাগার না থাকায় বহু অসুবিধার সম্মুখীন হতে হয় সে বিষয়ে বাজার কমিটির সভাপতি নিরাপদ পাল জানান . অন্যদিকে রুপনারায়নপুর বাউরিপাড়া সংলগ্ন রাস্তায় নোংরা আর্বজনা ফেলা নিয়ে অভিযোগ রয়েছে। রুপনারায়নপুর পঞ্চায়েত দেরিতে পদক্ষেপ নিচ্ছে তাই বাজারে দোকানদাররা অসন্তোষ প্রকাশ করেছেন. বন্ধ শৌচাগার নিয়ে অনেক অভিযোগ সালানপুর ব্লক প্রশাসনের সহ বাজার কমিটিকে জানানো হয় । অন্যদিকে বর্তমানে বেশ কয়েকটি সমস্যাগুলো মধ্যে অন্যতম হল র্বজ্য ও নোংরা আর্বজনার সমস্যা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকাকে পরিবেশটাকে সুস্থ্য রাখার জায়গায়- জায়গায় নির্দিষ্ট ডাস্টবিন দরকার . অভিযোগ বাজারের র্বজ্যপর্দাথের সাথে অনেক দোকানের নোংরা আর্বজনা ও জল রাস্তায় ফেলা হচ্ছে .রাস্তার মাঝে সেবিষয়ে সুস্থ পরিবেশকে দোকানদাররা দূষিত করছে বলে অভিযোগ।দোকানের সামনে রাস্তায় জমে থাকা নোংরা জল সহ নোংরা আর্বজনা মশার উপদ্রব বেড়েই চলেছে। তার সঙ্গে এলাকার বহু জায়গাই দুর্গন্ধ ছড়াচ্ছে বলে, বাসস্ট্যান্ডে বাস ধরতে আসা যাত্রীদের দাড়াতে নাখে ঢাকা দিয়ে দাড়াতে হয়। এই সমস্যা নিয়ে জানানোর পর এলাকায় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রুপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায়। কিন্তু বতর্মানে দিনের পর দিন বেড়ে চলেছে, কিন্তু সমস্যা সমাধানের হচ্ছে না বলে অভিযোগ করছে অসংখ্য দোকানদার সহ সাধারণ মানুষ।














