Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

শহীদ দিবস পালন


রূপনারায়ণপুর: গোটা রাজ‍্যব্যাপী খাদ‍্যের দাবিতে মঙ্গলবার রূপনারায়ণপুরে DYFI কার্যালয়ে শহীদ দিবস পালিত হলো. সালানপুর কৃষক সভার সম্পাদক গনেশ পন্ডিত ও সিটু নেতা মেঘনাদ ব্যানার্জী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। গণেশ পন্ডিত জানান তৎকালীন কংগ্রেস সরকার পুলিশের দ্বারা ৮০জন গ্রামের মানুষকে পিটিয়ে খুন করা হয়েছিল কলকাতার রাজপথে।