BHARATTV.NEWS: SALANPUR: দু দিন আগেকার ঘটনা. সালানপুর থানার রুপনারায়নপুর ফাড়ির অন্তগর্ত রুপনগর ৭নং রাস্তার বাসিন্দা অমৃতা হাজরা (স্বামী নাম দেবনারায়ন হাজরা) তিনি এক আত্মীয় বাড়ি সোনার হার পরে গিয়েছিলন .পরের দিন তিনি রূপনারায়ণপুর নিজের বাড়ী ফিরে আসেন . রাত হওয়ায় তিনি সোনার গলার হারটি খুলতে ভুলে যান আর সকালে মর্নিং থাকে হার পরেই বেরিয়েছিলেন . অন্য কোনোদিন কিন্তু তিনি এই ভাবে হার পরে সকালে মর্নিং থাকে বেরোয়নি . সকালবেলায় রুপনগরের নিচের রাস্তার দিকে প্রাত্ভ্রমনে বেরিয়েছিলেন. দুটি ছেলে বাইক নিয়ে এসে তার গলা থেকে সোনার হারটি ছিড়ে নিয়ে যায়। তিনি দৌড়ে ধরতে যাওয়ায় তারা বাইকে চেপে চম্পট দেয়। রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেন। কি রয়েছে মহিলার অভিযোগ শুনুন এই ভিডিওতে:-






