Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

রূপনারায়ণপুরে শহীদ দিবস পালন

১৯৯৩ সালের এই দিনে, পূর্ববর্তী সরকারের গুলিতে নিহত হয়েছিলেন আমাদের ১৩ জন যুব কর্মী

ওম প্রকাশ শর্মা / মনতোষ ভট্টাচার্য : আজকের দিনে ১৯৯৩ সালের ২১ জুলাই গুলিতে ১১ জন যুব কংগ্রেস কর্মী নিহত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই নেতাকর্মীদের স্মরণে আজ দেশজুড়ে শহীদ দিবস উদযাপন করলেন।

অন্যদিকে আসানসোল এবং সালানপুর ব্লকের রূপনারায়ণপুরেও তৃণমূল কংগ্রেস পার্টি আজ শহীদ দিবস উদযাপন করল. তৃণমূলে কংগ্রেসের রাজ্য ফেডরেশন এর নেতা রাজা ব্যানার্জী বলেন যে ১৯৯৩ সালের এই দিনে, পূর্ববর্তী সরকারের গুলিতে আমাদের ১৩ জন যুব কর্মী নিহত গিয়েছিল। এই বছর মহামারী পরিস্থিতির কারণে আমরা আমাদের বার্ষিক 21 শে জুলাই শহীদ দিবস সমাবেশকে অন্যভাবে আয়োজন করলাম।

প্রতিটি বুথ পর্যায়ের কর্মসূচি দুপুর ১ টা থেকে আয়োজন করা হয়. দলীয় পতাকা উত্তোলন করেন সন্তোষ চৌধুরী। উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি ফাল্গুনী ঘাসী কর্মকার। পার্টির সচিব ভোলা সিং প্রমুখ।