সালানপুর ব্লক কংগ্রেস কার্যালয় থেকে রুপনারায়নপুর বিহার রোডের পেট্রোল পাম্প পযর্ন্ত বিক্ষোভ মিছিল

সালানপুর : সালানপুর ব্লক কংগ্রেস কার্যালয় থেকে রুপনারায়নপুর বিহার রোডের পেট্রোল পাম্প পযর্ন্ত পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওপ্রধানমন্ত্রী কুশপুত্তলিকা জালানো হয়। ভারতে একনাগাড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করেছে বিরোধীদল কংগ্রেস। আজ কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দলটির নেতা-কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পেট্রোল এবং ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।















