Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

রূপনারায়ণপুরের তিনজনের বাইপাসে মর্মান্তিক মৃত্যু

বীরভূম থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে রূপনারায়ণপুর নিজের বাড়ি ফিরছিলেন ওই তিনজন .

BHARATTV.NEWS: ASANSOL/RUPNARAYANPUR: ঝাড়খণ্ডের জামতারা সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের রূপনারায়ণপুরে রবিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গের বীরভূমের সিউদি থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে রূপনারায়ণপুর নিজের বাড়ি ফিরছিলেন ওই তিনজন . কিন্তু মর্মান্তিক রবিবার সকালে চালকসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে আহত এবং নিহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।বাকিদের আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে,পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জাতীয় সড়ক নং 60 খোটাদিহ কোলিয়ারির কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সালানপুর থানার রূপনারায়ণপুর ফাড়ির অন্তগর্ত ছেলের বিয়ে সেরে ফেরার সময় মর্মান্তিক পথদুঘটনার শিকার হন রুপনারায়নপুরের পশ্চিম রাঙামাটিয়ার বি ডিও অফিস সংলগ্ন এলাকার ওই তিনজন . বিবাহ বাসরের,থেকে বিয়ে দিয়ে দুবরাজপুর রওনা দিয়ে বাড়ি ফেরত আসা সময় রূপনারায়ণপুরগামী একটি মারুতি ভ্যান রাস্তার পাশে দাঁড়ানো একটি ডাম্পারকে পেছন থেকে ধাক্কা মারে । সকালে ঘন কুয়াশা এবং বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। গাড়ির যাত্রীরা বীরভূম জেলার সিউড়ি থেকে পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুরে ফিরছিলেন। মারুতির চালক সহ তিন যাত্রীর নাম মৃদুলা দাস, সিদ্ধার্থ রাই এবং চালক সুদীপ বারুই।