রূপনারায়ণপুর। আজ বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রীর নির্দেশে হিন্দুস্তান কেবলসের পুলিশ একটি বিশেষ মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু করে। মাইকিং প্রচারে ছিলেন এ এস আই উজ্বল দাস । তিনি সারা রুপনারায়নপুর বাসীকে জানান যে প্রত্যেক মানুষকে দূরত্ব বজায় রাখার ও মাক্স্ পরে বাড়ির বাইরে বেরোতে হবে । রাএি ৯টা থেকে ভোর ৫টা পযর্ন্ত বিনা কারনে বাইরে বেরোনো নিষেধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদি কেউ বিনা কারনে ঐসময় বাড়ির বাইরে থেকে বেরোয় তবে সে ব্যক্তির ব বিরুদ্ধে পুলিশ আইনত ব্যবস্থা নেবে।
রাত 9 টা থেকে সকাল 5 টা পর্যন্ত বাড়িতে থাকুন







