Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

যে কোনো সাহায্য জন্য সব সময় মানুষের পাশে আছি: বিধান

মাধ্যমিক ও উচ্চমাধ‍্যমিক কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়

রূপনারায়ণপুর : আজ শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সালানপুর ব্লকের রুপনারায়নপুরে তৃণমূল পাটি অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে সালানপুর ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ‍্যমিক কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। কিছু গরিব ছাত্র ছাএীদের বইখাতা দেওয়া হয়। বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যে কোনো সাহায্য জন্য সব সময় মানুষের পাশে আছি এবং থাকব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাষি, সহসভাপতি বিদ‍্যুৎমিশ্র , সাধারণ সম্পাদক ভোলা সিং,রুপনারায়নপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়, আছড়া পঞ্চায়েত প্রধান কল্পনা তাতি , কর্মাধ্যক্ষ আরমান ও আরও অনেকেই।