BHARATTV.NEWS: : Salanpur: বছরের শেষ দিন থেকেই বেড়ে করোনা আবহে ঊর্ধ্বমুখী মানুষের সচেতনতা অভাব চোখে পড়ার মতো দেখতে পাওয়া যায়। কিন্তু দেখতে পাওয়া গেলও মানুষের অসাবধানতা প্রশাসনের পক্ষ থেকে বহু বিধিনিষেধের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে সালানপুর ব্লকের মানুষকে সচেতন করা অসাধ্য হয়ে উঠেছে।কারন দ্বিতীয় ঢেউ পেরিয়ে তৃতীয় ঢেউয়ের আসাটা অসন্তোষজনক হিসেবে মানুষের মনে বাসা বেধেছে, কিন্তু ওমিক্রণ করোনার বিশাল উপসর্গ হিসেবে জানা যায়। আজ সিধাবাড়ী জলাধারে পিকনিক করতে আসা বেশিরভাগ মুখে মাক্স না থাকাই রুপনারায়নপুর পুলিশ ফাড়ির পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সচেতন করেন কিন্তু দেখতে পাওয়া যায় অন্য ছবি। রাস্তায় পথচলতি সাধারণ মানুষের বেশিরভাগই মুখে মাক্সহীন অবস্থায় দেখতে পাওয়া যায়। সাধারণ মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছে সালানপুর থানা ও রুপনারায়নপুর ফাড়ির পুলিশ। যার মুখে মাস্ক থাকবে না তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে।














