Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

মুঙ্গেরের বিহার থেকে গাড়ি ছিনতাই করে পশ্চিমবঙ্গে নিয়ে আসছিলো, তিনজন গ্রেপ্তার

ASANSOL: আন্তঃরাজ্য তিনজন গাড়ি পাচারকারী গ্রেপ্তার সহ এক স্করপিও গাড়ি আটক উদ্ধার আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ।শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী তিনজনকে গ্রেফতার করল।রাজেন কুমার,বিকাশ কুমার,সুশীল কুমার এরা সব মুঙ্গেরের বিহার থেকে গাড়ি ছিনতাই করে পশ্চিমবঙ্গে নিয়ে আসছিলো। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর পেট্রোল পাম্প সংলগ্ন মসজিদের সামনে থেকে গ্রেফতার করে। এরা সব বিহারের মুঙ্গের বাসুদেবপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় রবিবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে তোলা হবে।অন্যদিকে গাড়ির মালিক মোহাম্মদ শাহেনশাহ জানান, বিহারের মুঙ্গের বাসুদেবপুর থানা এলাকা থেকে আমাকে বন্দুক ঠেকিয়ে হাত মুখ বেঁধে ফেলে দেয় । কোনরকমে বেঁচে বাড়ি ফিরে বিহারের বাসুদেবপুর থানাতে অভিযোগ জানায়। এর পর পশ্চিমবঙ্গ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকা থেকে আটক করে,তিন পান্ডা সহ আগ্নেয়াস্ত্র ,কার্তুজ উদ্ধার করে পুলিশ।