সফল ছাত্র – ছাত্রীদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও তুলে দেওয়া হয়

সংবাদদাতা ,রূপনারায়ণপুর : মাধ্যমিকে রাজ্যে নবম তথা বর্ধমান জেলায় প্রথম স্থান কেড়ে নেওয়া অনুশ্রী ঘোষ সহ চার জনকে সংবর্ধনা জানালো বি জে পির যুব ও মহিলা মোর্চা। পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার বালিয়াপুর গ্রামের অনুশ্রী আসানসোলে গিয়ে পড়াশোনা করে অর্জন করেছেন এই স্থানটি। সোস্যাল মিডিয়া প্রধান সঞ্জয় পাল, বারাবনি তিন মন্ডলের সভাপতি রবীন সূত্রধর, মহিলা মোর্চার পাপিয়া পাল, বিধানসভার ২০১১ সালের বিজেপির প্রার্থী বিশ্বনাথ রায়, ইন্টালেকচ্যুয়াল সেলের গনেশ মন্ডল চার সফল পরীক্ষাথীকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালো।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক সফল ছাত্র – ছাত্রীদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও তুলে দেওয়া হয় এদিন। যুব মোর্চার সঞ্জয় পাল জানান, বারাবনি বিধানসভার বাসীন্দা হিসেবে অনুশ্রীর সাফল্যে আজ আমরা সকলেই গর্বিত।







