Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

ভ্যাকসিন নেওয়ার পর আছড়া রায় বলরাম গার্লস হাই স্কুলের এক ছাত্রীকে মারধরের অভিযোগ

BHARATTV.NEWS, SALANPUR: মঙ্গলার ভ্যাকসিন নেওয়ার পর আছড়া রায় বলরাম গার্লস হাই স্কুলের এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। কা স্কুলে ভ্যাকসিনেশন জন্য ষষ্টশ্রেনী থেকে অষ্টমশ্রেনী পযর্ন্ত তিনটি ক্লাসের ভ্যাকসিন দেওয়ার জন্য স্কুলে লাইনে দাঁড় করানো হয়।

অভিযোগ, প্রধান শিক্ষিকা বিরক্তভাব হওয়াই মেয়েটিকে মাথায় আঘাত করে সঙ্গে যে হাতে ভ্যাকসিন নিয়েছিল সে হাতেও আঘাত করে। এর ফলে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। যার ফলে প্রধান-শিক্ষিকার বিরুদ্ধে আছড়া গ্রামের বাসিন্দারা অবস্থান বিক্ষোভ করেন । শিক্ষিকা ইন্দিরা ঘোষ মারধর এর কথা অস্বীকার করেন ঘটনাস্থলে এই অবস্থা বুঝে রুপনারায়নপুর ফাঁড়ির এসে পৌঁছায়। তারপর স্কুল কমিটির বৈঠক করা হয় সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ও সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং স্কুল কমিটির সেক্রেটারি তাপস উকিল, স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দিরা ঘোষ ও আছড়া পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম তেওয়ারী সহ অন্যান্য শিক্ষিকারা। তারপর ব্লকসভাপতি ও সভাপতি সহ স্কুল সেক্রেটারি সহ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তারা দেখা করেন এবং অভিযোগ খতিয়ে দেখেন।