ভোটের মুখে বুথ মজবুত করতে বারাবনি বিধানসভায় নামল বিজেপি
বারাবনি : সালানপুর এবং বারাবনির বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে দলের কর্মীদের যোগাযোগ গড়ে তুলতে পুরোপুরি নড়েচড়ে বসলো বিজেপির স্থানীয় নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের বাকি আর মেরে কেটে ২ মাস। তারই মধ্যে শুরু হল বিজেপির কর্মীদের নিয়ে বুথ ভিত্তিক সমীক্ষা কর্মসূচি।

সূত্রের খবর এই কর্মসূচির অধীনে বুথের বাড়ি বাড়ি যাবেন বিজেপি কর্মীরা। বাসিন্দাদের কাছে কেন্দ্রীয় সরকারের সাফল্য ও রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরবেন। কারও কোনও সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করবেন।

কোনও বাসিন্দা সেখানকার ভোটার না হলে ভোটার লিস্টে নাম তোলার উদ্যোগ নেবেন।















