Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আযোজন রূপনারায়ণপুরে


মনোতোষ ভট্টাচার্য, রূপনারায়ণপুর : সালানপুর ব্লকে জন্মাষ্টমী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। “আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ” ইস্কন -আজ রূপনারায়ণপুর গীতা স্টাডি সার্কেল ছয় বৎসর পূর্তি উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আযোজন করা হয়. দুর্গাপুর ইসকনের প্রধান অধ্যক্ষ শ্রীপাদ ঔদার্য চন্দ্র দাস প্রভুপাদ ১২৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ আয়োজন সেখানে উপস্থিত বহু ভক্তগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মনোযোগ সহকারে সাফল্যমন্ডিত করে তুলেন । এই জন্মাষ্টমী দিন অনুষ্ঠানটি শ্রদ্ধা সাথে ও নিষ্ঠার সাথে পালন করা হয়। সেখানকার সভাপতি পদে রয়েছেন গুরু গৌরাঙ্গ দাস এবং সেক্রেটারি হিসেবে দায়িত্বে গোবিন্দ মনোহর দাস।তারা বলেন দুদিন ব্যাপী বিশেষ বিশেষ বহু অনুষ্ঠানের মাধ্যমে দিনগুলি পালন করা হয়.এখানে বহু মানুষের সমাগম হয় কিন্তু এই করোনা পরিস্থিতিতে আমাদের অনুষ্ঠানটি সেভাবে করা সম্ভব হয়নি।