SALANPUR: বেসরকারি সংস্থার দ্বারা রবিবার দিন সালানপুর ব্লকের মধ্যে তিনজন প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হল। আল্লাডি পঞ্চায়েতের অন্তর্গত কালিপাথর চার্চের সামনে হুইল চেয়ার গুলি প্রতিবন্ধী ডোমদোহা নিবাসী জগন্নাথ সোরেন,ধাঙ্গুড়ি গ্রামের নিবাসী মাগারাম লায়েক এবং রেজ্জাক নগর নিবাসী রাজ আনসারীর হাতে তুলেদেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, রানবেশ মাজি সহ বাপি সেন ও বিশ্বজিৎ দাস আরও অনেকেই উপস্থিত ছিলেন ।






