Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে একটি অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছে

BHARATTV.NEWS: করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন যেভাবে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল সেই দিকে তাকিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে একটি অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছে। যেখান থেকে চাহিদা অনুযায়ী অক্সিজেন ব্যবহার করতে পারবেন যার ফলে অক্সিজেনের অভাব আর থাকবে না যার ফলে অনেকটাই সুবিধা হবে রোগী সহ স্বাস্থ্য দপ্তরের। এর ফলে কমবে অক্সিজেনের কালোবাজারির মতো ভয়ংকর ব্যবসাগুলো ইতিমধ্যেই ট্রায়্যাল চলছে এই অক্সিজেন প্লান্টের। চাহিদা অনুযায়ী দ্রুত শুরু হয়ে যাবে এই অক্সিজেন প্ল্যান্ট।