দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাবর মোড় রাস্তায় নামলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন

মনতোষ ভট্টাচার্য , (BHARATTV.NEWS) RUPNARAYANPUR : সম্প্রতি বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বরারোচিত নৃশংস হত্যা,ধর্ষন,অগ্নিসংযোগ,বিদ্রোহ বিগ্রহ ভাঙচুর এবং লুটপাট, হিন্দুদের উপর অমানবিক ও পাশবিক অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে শোকাহত এবং মর্মাহত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) চিত্তরঞ্জন সার্কেল। এই মর্মান্তিক ঘটনা সঙ্গে জড়িত দোষীদের বর্বরোচিত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)তরফে ডাবর মোড় বাস স্ট্যান্ড একটা মৌন প্রতিবাদ পথ সভার আয়োজন করা হয়। এই অবসরে
ভবিষ্যৎএ ভারতবর্ষের হিন্দুদের বিশেষ সুরক্ষার দাবি জানানো হয় সাথে সংকীর্তন এর মাধ্যমে এবং প্রত্যেকে মোমবাতি জ্বালিয়ে মৌন পথসভা করে মৃত আত্মার শান্তির জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেন ।













