Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

বন বাঁচান না হলে শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নতুন প্রজন্মের কাছে অন্ধকার

বন ও বন্যপ্রাণীকে সংরক্ষণ নিয়ে সচেতনতা মূলক আয়োজন

ওম শর্মা / মনতোষ ভট্টাচার্য (BHARATTV.NEWS SALANPUR): শুক্রবার গা ফেব্রয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর ডিভিশনাল ফরেস্ট অফিসের অধীনে থাকা আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জ অফিস রুপনারায়নপুর এ হয়ে গেল একদিনের বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সচেতনায় আলোচনা সভা. দুর্গাপুর ডিভিশনাল ফরেস্ট অফিসের বনদফতরের উদ্দ্যেগে আজ শুক্রবার সালানপুর ব্লকের বনদপ্তর এর আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জ অফিসের বন অফিসাররা বনরক্ষীদের এবং বন কর্মীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বন ও বন্যপ্রাণীকে সংরক্ষণ নিয়ে সচেতনতা মূলক আয়োজন করা হয় এবং গাছ না কাটার অনুরোধ জানানো হয় বৃক্ষ রোপন করার অনুরোধ করা হয়।

WWW.BHARATTV.NEWS

এই অনুষ্ঠানে উপ স্থিত ছিলেন রূপনারায়ানপুর ফরেস্ট রেঞ্জ অফিসার চিরঞ্জীব সাহা, রানু রায় প্রধান রূপনারায়ানপুর জিপির প্রধান রানু রায়, উপপ্রধান সন্তোষ চৌধুরী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত হেমরম, সালানপুর থানার রুপনারায়নপুর ফাঁড়িতে ভারপ্রাপ্ত অফিসার গৌতম চার. সকলকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা এবং বরণ করেন দেবব্রত সৌ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন গৌরান্ডি বিট অফিসার সুমন্ত দাস, সরিসাথালি বিট অফিসার অসীম বাউরি , হদলা বিট অফিসার অমলেন্দু বিশ্বাস. এবং অন্যান্য সকল বনকর্মীরা এবং বনরক্ষীরা, পার্শ্ববর্তী ফরেস্ট অফিস হোদলা বিট অফিসার ফরেস্ট প্রটেকশন কমিটির (FPC)সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।


এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষজনকে বন্য জীবজন্তু কে রক্ষা করা এবং বনের গাছপালা কে রক্ষা করা এবং মানুষজনের কাছে অনুরোধ জানানো গাছ লাগানোর অকারণে গাছ না কাটার.. অন্য জীবজন্তুকে না মারার অনুরোধ করা হয় কোন অপরিচিত জীবজন্তু গ্রামের আশেপাশে দেখা গেলে নিকটবর্তী বনদপ্তর এ যোগাযোগ করতে বলা হয়. মানুষদের কাছে সচেতনামূলক বার্তা পৌঁছানোর জন্য জীবজন্তু কে রক্ষা করার এবং গাছপালা বেশি করে লাগানোর বৃক্ষরোপণ করুন.
সকলকে অনুরোধ জানানো হয় মুখে মাক্স ব্যবহার করার করোনা মহামারী থেকে বাঁচতে.. দিনের দিন অক্সিজেনের পরিমাণ কম হওয়ার জন্য বনদপ্তর এর সমস্ত কর্মীরা অনুরোধ জানালেন বৃক্ষরোপণ করা .

BHARATTV.NEWS

রুপনারায়নপুর রেঞ্চ অফিসার চিরঞ্জীব সাহা বলেন আমাদের এই অঞ্চলটি শিল্পাঞ্চল এখানে বন এবং বনভূমি কমই আছে. শিল্প অবশ্যই দরকার তাতে অর্থনৈতিক জড়িয়ে রয়েছে, তার সাথে সাথে বনভূমি সংরক্ষণ প্রয়োজন রয়েছে,কারন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে তা না হলে আমাদের ভবিষ্যৎ অভিশাপ হয়ে দাঁড়াবে এই মনোভাব নিয়ে প্রয়োজন আমাদের শিল্পাঞ্চল হলেও বেশ কিছু দিন ধরে লোকালয়ে বন‍্যপ্রানী ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায় অযথা তাদের প্রতি আক্রমণ না করে. গ্রামবাসিরা সে বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে।গাছ অনুমতি না নিয়ে কাটা দন্ডনীয় অপরাধ। সে বিষয়ে সচেতন করার জন্য এইরকম ছোট্ট ছোট্ট অনুষ্ঠান মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা।