Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

বনদপ্তরের কর্মীরা বন্য জীবজন্তু দের হত্যা না করার অনুরোধ জানালেন

BHARATTV.NEWS: সালানপুর : আজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর বন বিভাগের তত্ত্বাবধানে গৌরান্ডি বনবিভাগের কার্যালয় প্রাঙ্গণে দা ভয়েস এবং উইংস ইন্ডিয়া দুটি সংস্থা আয়োজিত একটি সচেতনামূলক শিবির. উপস্থিত ছিলেন বনবিভাগের অধিকারী গণ, বন রক্ষক বাহিনী এবং অন্যান্য বনকর্মীরা.

WWW.BHARATTV.NEWS

এই সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজক সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন. গৌরান্ডি বন বিভাগ কার্যালয় থেকে সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে এবং বিভিন্ন মন্দির প্রাঙ্গণে সচেতনামূলক বার্তা মানুষের মধ্যে সংস্থার কর্মীদের দ্বারা সেখানকার মানুষদের মধ্যে জীবজন্তু দের প্রতি তাদের বার্তা পৌঁছে দেওয়া হয় . কিভাবে কোন জীব অপরিচিত গ্রামের আশেপাশে দেখা গেলে কি করতে হবে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে সেই সমস্ত জিনিস বোঝানো হলো বনদপ্তর এর পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে বনবিভাগের অধিকারী এবং বনকর্মীরা সমস্ত জিনিসটা এবং সংস্থার কর্মীদের দ্বারা মানুষদের কাছে বার্তা পৌঁছালেন সচেতনার বন্য জীবজন্তু দের হত্যা না করার অনুরোধ জানালেন. কোন অপরিচিত বন্যজীবন দেখতে পেলে আতঙ্কিত না হয়ে কিভাবে নিজেদের রক্ষা করতে হয় সেগুলো বোঝান .