Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রূপনারায়ণপুর আমডাঙ্গা মোড়ে রক্তদান শিবির

ভারতটিভি.নিউজ : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর আমডাঙ্গা মোড়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া হিউমান রাইটসের ব্যবস্থাপনায় শিবিরের আয়োজন করা হয়. উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা মিঠুন মন্ডল , অল ইন্ডিয়া হিউমান রাইটসের ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট (ইয়ুথ) শ্যাম সুন্দর সাহা। জানা যায় ওই দিন ৫০ জনেরও বেশি স্বেচ্ছায় মানুষ রক্তদান করেন।