আগামীদিনেও তৃণমূল কংগ্রেস তাদের নেত্রীর নির্দেশমতো পথেই চলবে

ওম প্রকাশ / মনতোষ ভট্টাচার্য , রূপনারায়ণপুর : পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বির প্রতিবাদে সোমবার বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল। জেমারী গেট বাস বাসস্ট্যান্ড থেকে বাসুদেবপুর পর্যন্ত এ মিছিলে পার্টির সমর্থকরা যোগদান করেন। বৃষ্টির কারণে অনেকে এই বিক্ষোভ যোগদান করতে পারেনি।

এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা কাজল গোস্বামী, গোপাল দাস , গৌতম নাথ , শেখ মিরাজুল , গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত কুমার মন্ডল , অনিল ধীবর ,সচিন নাগ , শেখ রাজু , শেখ নাঈম প্রমুখ। কাজল গোস্বামী এদিন জানান কেন্দ্রীয় সরকার দিনের পর দিন একের পর এক অমানবিক সিদ্ধান্ত নিয়ে চলেছে জনগণের বিরুদ্ধে। রোজই বেড়ে চলেছে ডিজেল এবং পেট্রোলের দাম, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, আগামীদিনেও তৃণমূল কংগ্রেস তাদের নেত্রীর নির্দেশমতো পথেই চলবে। অন্যদিকে আছাড়া পঞ্চায়েত এলাকায় মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন উপপ্রধান হরিরাম তিওয়ারি , কালীকৃষ্ণ ভট্টাচার্য, সজল তিওয়ারি প্রমুখ।















