ত্রিপুরায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই : মিঠুন
BHARATTV.NEWS, SALANPUR: সায়নী ঘোষকে ত্রিপুরায় গ্রেফতার করার ঘটনাকে তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলায় জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলছে . সোমবার সালানপুর ব্লকের ডাবর মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের যুব নেতা মিঠুন মন্ডল ত্রিপুরা পুলিশকে ধিক্কার জানিয়ে বলেন যে ত্রিপুরায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই . পুলিশের সামনেই তৃণমূল নেতা সমর্থকদের উপর অত্যাচার চলছে . তাই পুলিশের উচিত পুলিশের উর্দি ছেড়ে বিজেপির ঝান্ডা ধরে নেওয়া উচিত .














