পালকিতে গাছ! মনে পড়ে সালানপুর থানার প্রাক্তন আইসি পবিত্র কুমার গাঙ্গুলিকে
OM SHARMA, BHARATTV.NEWS, SALANPUR: অনেক জায়গায় গাছ লাগাকে কেন্দ্র করে অভিনব কর্মসূচি শুরু হয়েছে দেশে . ডলিতে বসার আগে কন্যা তার মাতৃগৃহে একটি চারা রোপণ করেন । গাছের সুরক্ষায় বসানো ট্রি গার্ডের গায়ে মেয়ে ও জামাইয়ের নাম ও বিয়ের বছরও লেখা থাকে ।
ভারতের ‘ঘর ঘর হরিয়ালী’ অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে অভিনব ঐতিহ্য শুরু করা হয় । এর আওতায় যে মেয়ের বিয়ে হয় , সে বিয়ের পর বিদায়ের আগে তার শহর, গ্রামের যে কোনো জায়গায় একটি চারা রোপণ করে । কুমারীর স্মৃতিতে রোপণ করা হয় এই গাছ। বর-কনে উভয়েই একসঙ্গে গাছটি রোপণ করেন । অবিলম্বে গাছে একটি ট্রি গার্ডও বসানো হয় এবং ‘পিহার ট্রি’ নামে একটি ছোট বেড়া দেওয়া হয় .
এই স্ট্রিপে নবদম্পতির নাম ও বিয়ের তারিখ লেখা থাকে । বিয়ের প্রস্তুতির পাশাপাশি মেয়ের পরিবার গাছ, ট্রি গার্ডের ব্যবস্থা করে .তার পর বিয়ের অনুষ্ঠানের মতো লোকেরা অনুষ্ঠানস্থলে গিয়ে বৈদিক মন্ত্রের মধ্যে চারা রোপণ করে থাকেন । কন্যার স্মৃতিতে এই গাছের যত্ন নেওয়া হয় .
এই অভিনব উপায় যদি সবাই করে থাকেন তা হলে সুবুজ সম্পদ বাড়বে আর পরিবেশ সুস্থ থাকবে জেলায় সবুজ । কন্যার বিদায়ের পর কন্যার রোপিত গাছটি কন্যার পরিবারের সদস্যদের সারাক্ষণ মনে করিয়ে দেয় আর পাশাপাশি এই গাছের লালন-পালনও ভালোভাবে হয়ে থাকে .
পালকিতে করে গাছ নিয়ে গিয়ে শঙ্খধ্বনির মাধ্যমে বৃক্ষরোপন করা হবে রূপনারায়ণপুর /সালানপুর থানা এলাকায় .এমনই অসাধারন এক দৃশ্যের সাক্ষী থাকবে . রূপনারায়ণপুরবাসি. মানুষ এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাতে শুরু করেছেন. এভাবেই বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে প্রস্ফুটিত হোক নতুন প্রান আর চারিদিক হয়ে উঠুক সবুজময়। দু বছর আগে সালানপুর থানায় আইসি পবিত্র কুমার গাঙ্গুলি পালকিতে করে গাছ নিয়ে গিয়ে এক বড় অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনে গাছ লাগিয়ে ইতিহাস লিখেছিলেন . PHOTO: MONTOSH BHATTACHARYA






