Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

দেখুন এই ভিডিওটি ,মুখ্যমন্ত্রীর বিধানসভার কেন্দ্রে অবস্থিত থানার বড়ো বাবু কি ভাবে এক যুবতিকে পেটাচ্ছেন বিস্তারিত খবর পড়তে লগইন করুন www.bharattv.news

ভরাতটিভি .নিউজ (WWW.BHARATTV.NEWS)। এই ঘটনাটি ঝাড়খণ্ডের বারহেট বিধান সভা কেন্দ্রের। হেমন্ত সোরেন বিধানসভা কেন্দ্রের। কীভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে তা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। মহিলাদের সুরক্ষার কি পুলিশ করছে। এর প্রতিবাদে আহত রেখা কুমারী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কে চিঠি লিখে থানার ইনচার্জ হরিশ পাঠক এর বিরুদ্ধে কড়া ব্যাবস্থার দাবি জানিয়েছে। চিঠিতে রাখি জানিয়েছে যে আমি রাখি কুমারীর বাবা বিনোদ দাস , গ্রাম বারহেত সাঁথালি (এন.টি.পি.সি), বারকেট জেলা, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ডের বাসিন্দা। আমি বুধবার, 07 07.2020 তারিখে থানার ইনচার্জ ফোন করে আমাকে থানায় ডাকে। পুলিশ বলে যে তোমার মা অভিযোগ করেছেন তুমি নাকি রামু মণ্ডলকে বিয়ে করবে। রাখি পুলিশ কে জানায় আমরা দুজনেই একে অপরকে ভালবাসি এবং বিয়ে করব, আমি কেবল রামু মণ্ডলকেই বিবাহ করব, তাই থানার ইনচার্জ হরিশ পাঠক আমাকে খুব খারাপভাবে গালি দিতে শুরু করলেন যা এই আবেদনে লেখার মতো নয়। মাথার চুল আঁকড়ে ধরে মারধর করে এবং আমাকে গালাগালি করে , আমার নাক থেকে রক্ত ​​বের হয়ে যায়। আমাকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল। পরে আমার ভাই আমাকে নিয়ে প্রাইভেটে হসপিটালে নিয়ে গিয়ে চিকিত্সা করায়। একই অবস্থায়, দু’জনের পরিবার আমাদের দু’জনের সাথে ২৩ জুলাই তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন রামু মণ্ডলের সাথে সুখে জীবনযাপন করছি। অতএব, অনুরোধ করে, উল্লিখিত সমস্ত বিষয়গুলি দেখে শ্লীলতাহানকারী থানা অফিসারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, আমাকে নোংরা অশ্লীল ব্যবহার করে এবং আমাকে মারধর করার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বর হেট ওসির দ্বারা একজন যুবতীকে মারধরের ঘটনায় বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছেন।মুখ্যমন্ত্রী বললেন এই ধরনের ব্যবহার নিন্দনীয় আর অনুচিত যা বরদাস্ত করার যোগ্য নয়।মুখ্যমন্ত্রী ডি জি পিকে ঘটনাটির তদন্ত করে সেই ওসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে অপরাধী ওসিকে পদ থেকে সরানো হয়। ডি জি পি মুখ্যমন্ত্রীকে  অবগত করায় অপরাধী ওসিকে পুলিশ লাইনে পাঠানো হয় এবং তাকে স্থগিত করা হয়েছে।বরবাহরবার ডি এস পিকে কাল বিকেল অবধি পরীক্ষা নিরীক্ষার আর রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়।সেই যুবতীর সুরক্ষার বন্দোবস্তের নির্দেশ জারী হয়েছে। মুখ্যমন্ত্রীকে ভিডিও দেখিয়ে অবগত করানো হয় বর হেট থানার ওসি একটি দলিত যুবতীর সাথে কি ধরনের ব্যাবহার করছে। এই ভিডিও তে দেখা যাচ্ছে ওসি যুবতীকে মারধর করার সাথে গালাগালিও করছে.