
উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও বনগাঁ থেকে এই পাখি গুলি উত্তরপ্রদেশের এলাহাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল

BHARATTV.NEWS: ANDAL: কাঁকসার বাস কোপা টোল প্লাজা এলাকা থেকে পাচারের আগে দুর্গাপুর বন দফতরের তৎপরতায় ধরা পড়লো বুলবুলি পাখি, গ্রেফতার তিন। যে গাড়িতে পাচার হচ্ছিল সেই গাড়িটিকেও আটক করেছে বন দফতর। বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রি বারোটা নাগাদ একটি গাড়ি বাঁশকোপা টোলপ্লালাজায় ঢুকতেই আটকায় বন দফতরের কর্মীরা। গাড়ি পরীক্ষা করে ডিকি থেকে উদ্ধার হয় দুটি খাঁচা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও বনগাঁ থেকে এই পাখি গুলি উত্তরপ্রদেশের এলাহাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল। দুটি খাঁচা থেকে ৬৫ টি বুলবুলি পাখি উদ্ধার করে বন দফতর। এই চক্রে আর কারা জড়িত তা ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে।”













