Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

থানাগুলির তরফে আট থেকে আশি সকলের মধ্যে মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে চালানো হচ্ছে লাগাতার প্রচার।

বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন।সুস্থ এবং সুরক্ষিত থাকতে সবসময় মাস্ক ব্যবহার করুন

WWW.BHARATTV.NEWS: কলকাতা:
◆জনগণের প্রতি অনুরোধ- বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন।সুস্থ এবং সুরক্ষিত থাকতে সবসময় মাস্ক ব্যবহার করুন | দক্ষিণ পূর্ব বিভাগের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও সচেতনতা প্রচার..একজনের অসচেতনতা যেন অন্যের বিপদের কারন হয়ে না দাঁড়ায়।


মাস্ক ব্যবহার করে এই দুর্বিপাক কে হারিয়ে আমরা এগিয়ে চলি।পূর্ব শহরতলী বিভাগের পক্ষ থেকে করোনার বিরুদ্ধে আপনাদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে।


আপনাদের সচেতনতাই আপনাদের ভবিষ্যতের চলার পথকে আরও সুগম করবে। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে মাস্কের ব্যবহার অপরিহার্য। সর্বদা লোকালয়ে মাস্ক ব্যবহার করুন।


নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। কলকাতা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। বিগত বেশ কয়েক মাস যাবৎ আমাদের MaskUpKolkata কর্মসূচী চলছে। Covid-19 রুখতে মাস্কের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আজও মাস্ক বিতরণ করা হল শহরের বিভিন্ন প্রান্তে।

এখনও কেউ কেউ রাস্তায় বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়াই। অনুরোধ, মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না। নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখুন।কর্মসূচির অঙ্গ হিসাবে শহরের বিভিন্ন স্থানে বিতরণ করা হল মাস্ক । মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে শহরবাসীকে সচেতন করতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে প্রচার চালানো হলো শহরের বিভিন্ন স্থানে।