Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

তিন দিন ব্যাপী বাউল গানের কর্মশালার সূচনা হল আসানসোল রবীন্দ্র ভবনে

BHARATTV.NEWS, ওম শর্মা, আসানসোল : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী বাউল গানের কর্মশালার আজ সূচনা হল আসানসোল রবীন্দ্র ভবনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হরিশঙ্কর পানিকার ,আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দ মহারাজ। কর্মশালার প্রশিক্ষক হিসেবে তিন দিনই উপস্থিত থাকবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীত বিভাগে ডক্টরেট, ড. রূপসা মিত্র এবং বিশিষ্ট বাউল শিল্পী শ্রী রফিকুল ইসলাম।

পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি চলছে, তা বাউলগানের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।