Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

জেমারিতে 9 দিন ব্যাপী ভাগবত কথা এবং যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন

ভাগবত পাঠ করছেন শ্রী বৃন্দাবন ধাম মথুরার স্বামী শ্রী সচিদানন্দ মহারাজ

BHARATTV.NEWS: ওম প্রকাশ শর্মা , জেমারি: জেমারী ব্যারিয়ার রেল গেট সংলগ্ন ময়দানে 9 দিন ব্যাপী ভাগবত কথা এবং যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে . এই অনুষ্ঠান চলবে ৫ এপ্রিল প্রযন্ত. পরম লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য সহ সঙ্গীতানুষ্ঠান রয়েছে মূল আকর্ষণ . এই অঞ্চলের সমস্ত গ্রামবাসী বৃন্দদের সহযোগিতায় চলছে অনুষ্ঠান. ভাগবত পাঠ করছেন শ্রী বৃন্দাবন ধাম মথুরার স্বামী শ্রী সচিদানন্দ মহারাজ. 28 শে মার্চ সকাল ১০ টায় বাসুদেবপুরের এক পুকুর থেকে কলসে জল ভরে আনুমানিক এক হাজার মহিলা, যুবতী, পুরুষরা কলস যাত্রা এবং শোভা যাত্রায় অংশগ্রহণ করেন. প্রচন্ড রোদ্র থাকায় জেমারী গোলঘরে কলস যাত্রায় শামিল ভক্তবৃন্দের শরবত বিতরণ করা হয