Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

চ্যাম্পিয়ন হলো দেওঘর পান্থার ক্লাব


BHARATTV.NEWS: সংবাদদাতা, অন্ডাল : উখড়া গেমস অ্যান্ড কালচার এসোসিয়েশন আয়োজিত নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো দেওঘরের পান্থার ক্লাব । স্কুল মাঠে আয়োজিত রবিবারের ফাইনাল খেলায় উখড়া cricket-lovers দলকে 24 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা । প্রথমে ব্যাট করতে নেমে দেওঘর পান্থার ক্লাব সবকটি উইকেট হারিয়ে করে 202 , জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে 8 উইকেট হারিয়ে 178 রান করে উখরা cricket-lovers দল । টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্স দলের রাহুল ঘোষ । ফাইনাল খেলাটি ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান জয়ী দলের সংগ্রাম । উল্লেখ্য চলতি মাসের তিন তারিখ নকআউট টুর্নামেন্ট টি শুরু হয়েছিল উখরা স্কুল মাঠে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট আটটি দল ।

Report: Tanima Chatterjee