Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

চিত্তরঞ্জন ব্লক টিএমসির পক্ষ থেক পলিত হলো শহিদ স্মরণ দিবস

মঙ্গলবার 3 নম্বর গেট টিএমসি অফিসে আজ 21 শে জুলাই অনুষ্ঠানে

ওম প্রকাশ , চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন ব্লক টিএমসির পক্ষ থেক পলিত হলো মঙ্গলবার 3 নো গেট টিএমসি অফিসে আজ 21 শে জুলাই শহিদ স্মরণ দিবস। এ সম্পর্কে ছাত্র পর্ষদ নেতা মিঠুন মন্ডল বলেন যে ২১ শে জুলাই ১৯৯৩ সাল, সিপিআইএম এর হারমাদ বাহিনী কলকাতার রাজপথে কংগ্রেস যুব সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দিয়াছিলো।

পুলিশ ১৩ জন কে গুলি কোরে হত্যা করে। তাছড়া বোহু মানুস আহত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেদিন দিন, লাঠি, রড দেয়ে মেরে মাঠে ফাটানো হয়েছিল। সেদিন দিন কংগ্রেসের ১৩ জন সহিদ যারা হয়েছিলেন তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শে জুলাই প্রতি বছর কলকাতার রাজপথে ধর্মতলাতে সভা করেন। এবার ভার্চুয়াল সভা আজকে হয়েছে। আমাদের আজেকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন ব্লক টিএমসির সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব সভাপতি শ্যামল গোপ, সলানপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল, নীলিমা বোস, দেবব্রত ঘোষ, ধীমান চক্রবর্তী, অর্ধেন্দু রায় প্রমুখ।