Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

চিত্তরঞ্জনের শ্রমিক ইউনিয়ন আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালো

সংবাদদাতা, রূপনারায়ণপুর I  রবিবার দুপুর বারোটার দিকে  রূপনারায়ণপুর ডাবর মোড. বাসস্ট্যান্ডে কিছু দাবি নিয়ে সিএলডব্লিউ সংগ্রামী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়।  এই প্রতিবাদের মূল দাবি ছিল কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা দায়িত্ব বাতিল করতে হবে।

অমিত কুমার মালঙ্গী

  শ্রমিকদের ডিএ প্রত্যাহারের সিদ্ধান্তটি প্রত্যাহার করতে হবে।  আম্ফান কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা উচিত। ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।  বিক্ষোভগুলিতে সামাজিক দূরত্বের যত্ন নেওয়া হয়েছিল।  সংগঠনের সাধারণ সম্পাদক অমিত কুমার মালঙ্গী, সহকারী সম্পাদক উত্তম কুমার মল্লিক ও অভিনন্দন ঘোষ, অসীম কুমার মান্না, বিজিত মল্লিক, কোষাধ্যক্ষ রাজা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

উত্তম কুমার মল্লিক