BHARATTV.NEWS : আজ বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রুপনারায়নপুর ফকরাডিতে রুপনারায়নপুর কালচারাল এন্ড রোবাস্টনেস ক্লাবের সূচনা বিধায়ক বিধান উপাধ্যায় করেন . এই দিন স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে দুস্থদের কম্বল বিতরণসহ বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিধায়ক বলেন খুব শীঘ্রই রূপনারায়নপুরের বুকে সুইমিং পুল গড়ে তোলার কাজ শুরু হবে . শুধু উপযুক্ত জায়গার অভাবে কাজটা অসম্পূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মোহাম্মদ আরমান, তৃণমূল ব্লক সাধারণ সম্পাদক ভোলা সিং, রূপনারায়ণপুর পঞ্চায়েত প্রধান রানু রায়, সুজিত দস্তিদার আরও অনেকেই।






