তিন মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবি জানালো
আন্দোলন বিদ্যুতের চড়া বিল নিয়ে এবার রাজ্য জুড়ে পথে নামল বিজেপি

সংবাদাতা , আসানসোল : একই দাবি নিয়ে তিন বার রূপনারায়ণপুরে পথে নামলেন বিজেপি। করোনা লকডাউনের জেরে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তার উপর মাথায় চড়ে বসেছে চড়া বিদ্যুতের বিল। প্রায় অনেকেরই অভিযোগ হঠাৎ করে এত বেশি টাকার বিদ্যুতের বিল কেন আসছে। সাধারণ মানুষ ছাড়াও অত্যধিক টাকার বিলের জেরে ভুগছেন সেলেব্রিটিরাও। কি হিসেবে বিদ্যুতের বিল তৈরি হচ্ছে তা জানতে চেয়েছিল রাজ্য। এবার সিএসসির থেকে চড়া বিদ্যুতের বিল আসার প্রতিবাদে আগামী ২৩ জুলাই থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাছে বিজেপি কর্মীরা। জানা গেছে রাজ্য জুড়ে তৃণমূলকে চাপে রাখতে এই কর্মসূচী গ্রহণ করছে বিজেপি।
















