BHARATTV.NEWS,RUPNARAYANPUR: ১লা আগস্ট ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এই বছরেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এরিয়া ৬ কমিউনিটি হলে। ভারতের প্রাক্তন অধিনায়ক তরুন দে উপস্থিত ছিলেন। ৬০ জন রক্তদান করেন। এছাড়াও চিত্তরঞ্জন এর কয়েকজন প্রাক্তন দিকপাল খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ইষ্ট বেঙ্গল ফ্যানস ক্লাবের পক্ষ থেকে, সভাপতি দিপঙ্কর মিত্র, সম্পাদক অঙ্কুর চ্যাটার্জী, অর্নিবান ঘোষ, উত্তম ধর, সুদিপ্ত দে, নন্দন সিং, সুদিপ্ত পাল, মিটুন দাস, তপন দাস চৌধুরী, দেবর্ষি দা, শ্যামা ঘোষ, রাজা ভট্টাচার্য, সর্বজিৎ সিন্হা ইত্যাদি আরও অনেকে।






