বিরোধী বলে সালানপুরে-বারাবনিতে কেউ নেই , আমি যতটা জানি–ভোলা সিং
WWW.BHARATTV.NEWS: ASANSOL/রূপনারায়ণপুর: রূপনারায়ণপুরের নান্দনিক হলে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের এক কর্মিসভার আয়োজন করা হয়। সমস্ত কর্মীদের আগাম বিধানসভা নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়. তৃণমূল কংগ্রেসের সালানপুর ব্লক সেক্রেটারি ভোলা ওরফে বিজয় সিং জানান যে আমাদের জেলা সভাপতি অপূর্ব মুখার্জী , এমএলএ বিধান উপাধ্যায় এই কর্মী সভায় উপস্থিত হয়েছেন। দিদির কাজ কে নিয়েই আমরা এই নির্বাচনে নামছি। মাঠে খেলা হবে যা হবে। আমরা ১০০ পার্সেন্ট জিতছি। কেউ আসে পাশে নেই , আমরাই আছি , আমরাই থাকবো, একদম যা হবে মাঠে খেলা হবে। ভোটে জিতছি , দিদি গর্মেন্ট বানাচ্ছে। বিরোধী বলে সালানপুরে-বারাবনিতে কেউ নেই , আমি যতটা জানি , আমরা বিরোধী বলে কাউকে মানিই না।
















