Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

আবারও তৃণমূল সরকার গঠিত হবে বাংলায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন: উজ্জল

কুলটি: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের সপ্তম পর্বের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, জানালেন কুলটির তৃণমূল প্রার্থী উজ্জল চ্যাটার্জি তিনি বলেন। যে কুলটি বিধানসভার সমস্ত বুথগুলিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। কুলটি অঞ্চল, প্রার্থী উজ্জল চ্যাটার্জি বলেন যে কে সরকার গঠন করছেন। তাতে আমার কিছু করার নেই, আবারও তৃণমূল সরকার গঠিত হবে বাংলায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন।