Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

অহংকার নেই ,সাধারণ মানুষের সাথেও হাত জোড় করে বিধান কথা বলেন তাই তিনি বিজেতা

আগামী দিনে আসানসোল সাজিয়ে তোলা মূল লক্ষ্য

OM SHARMA/ MONTOSH, BHARATTV.NEWS,ASANSOL:আসানসোল শিল্পাঞ্চলের রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে শপথ গ্রহণের মাধ্যমে পুরনিগমের ষষ্ঠম মেয়র বা পৌরসভা এলাকার মহানাগরিক হলেন বিধান উপাধ্যায়. তৃনমুল কংগ্রেসের পরিচালিত আসানসোল পৌরনিগমের তৃতীয়তম মেয়র হলেন বিধান উপাধ্যায়। মেয়রের নাম ঘোষণা হতেই শহরের বুকে উৎসবের উচ্ছাস রয়েছে .রবীন্দ্র ভবনের সামনে শুক্রবার সকালে ১০৬জন কাউন্সিলারকে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস.অরুণ প্রসাদ । আসানসোলের নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন   বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন অমর নাথ চ্যাটার্জি।এই প্রসঙ্গে নব নির্বাচিত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করবো এবং আগামী দিনে আসানসোল সাজিয়ে তোলা মূল লক্ষ্য। উল্লেখ্য, পাঁচগাছিয়া পূর্বতন বিধায়ক পরলোকগত মানিক উপাধ্যায়ের পুত্র বিধানের উত্থান ছাত্র রাজনীতি থেকে শুরু হয়েছিল. পুর ভোটে তিনি নির্বাচনে প্রাথী হিসেবে অংশগ্রহণ করেননি ,তিনি বারাবনির ভোটার , তিনবারের বারাবনির বিধায়ক , টিএমসির পশ্চিম বর্ধমান জেলার পার্টির সভাপতি আর এবার আসানসোলের মেয়র . সব জল্পনার অবসানের মধ্যেই রীতিমতো চমক দিয়ে বিধান উপাধ্যায়ের জন্মদিনে নেত্রীর দেওয়া ‘উপহার’ হিসাবেই এই পদ দেওয়া হয় বলে মনে করা হয় . বর্তমানে তিনি আসানসোলের সৃষ্টি নগরে থাকেন। সাধারণ মানুষের বক্তব্য বিধান তিন তিন বার এমএলএ হয়েছেন তবু তার অহংকার নেই ,সাধারণ মানুষের সাথেও হাত জোড় করে বিধান কথা বলেন তাই তিনি বিজেতা.