অফলাইন এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো যা বাতিল করতে হবে

WWW.BHARATTV.NEWS
ওম শর্মা : BHARATTV.NEWS (রূপনারায়ণপুর) : নজরুল সেনেটারি সরকারি পলিটেকনিক তৃণমূল ছাত্র পরিষদর ছাত্রদের পক্ষ থেকে আজ ৯ই ফেব্রুয়ারি প্রতিবাদ জানানো হয় . অনলাইনে ৯০% সিলেবাস পড়ানোর পর হটাৎ করে পলিটেকনিক খোলা হয় আর অফলাইনে পরীক্ষার নোটিশ দিয়ে দেওয়া হলো .যার তীব্র প্রতিবাদ আজকে জানানো হলো . ছাত্রদের দাবি সব ক্লাস অনলাইন হওয়ার পর হটাৎ করে অফলাইন এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো যা বাতিল করতে হবে. নাহোলে ২ মাস অরো অফলাইনে ক্লাস সেস করিয়ে সিলেবাস সেস কোরানো হক. তাহলেই আমরা অফলাইনে পরীক্ষা দেবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানো হচ্ছে . লিখিত অভিযোগ পলিটেকনিকের অধ্যক্ষ ফারুক আলীকেও জানানো হয় . ছাত্রনেতা মিঠুন মণ্ডল বিষয়টি সাংবাদিককে জানিয়েছেন.















