
সালানপুর : পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের বহু পৌরাণিক পূজা হিসেবে কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে কার্তিক পুজো করা হয়। তাই সকলেই পুজোকে ভক্তি নিষ্ঠার সাথে ভক্তরা পূজা করে এসেছেন বছরের পর বছর এ বিষয়ে সকল প্রকার মানব জীবনের সুখ ও সমৃদ্ধি আবির্ভাব ঘটেছে বিশেষ করে গ্রামাঞ্চল জুড়ে সালানপুর ব্লকে এই পুজোর প্রচলন দেখা যায় প্রত্যেকটি গ্রামে গ্রামে কিন্তু বহু পৌরাণিক পুজো হিসেবে বা পারিবারিক পুজো হিসেবে হরিসাডী গ্রামের কার্তিক পুজো এক বিশেষ স্থান পেয়েছেন।














