Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

সালানপুর ব্লকের ৭৯ জন আশাকর্মীরা আন্দোলনের পথে নামলেন

BHARATTV.NEWS,সালানপুর: স্বাস্থ্যকর্মীর মর্যাদা, প্রাপ্য ও বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে আজকে সালানপুর ব্লকের ৭৯ জন আশাকর্মীরা আন্দোলনের পথে নামলেন .প্রথমে পিথাকিয়ারী দুর্গামন্দিরের সামনে সবাই জড়ো হয় তার পর মিছিল করে পিথাকিয়ারী হসপিটালে সবাই প্রবেশ করেন .তার পর হসপিটালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন . বিক্ষুব্ধ আশাকর্মীদের তরফে বলা হয় যে ‘ন্যাশনাল রুরাল হেলথ মিশনে’র(National Rural Health Mission) অধীনে ‘আশা’ প্রকল্পে প্রায় ৬০ হাজার আশাকর্মী কাজ করেন বাংলায়।

এদিকে আশা কর্মীদের মূল কাজ মা, শিশুর পরিষেবা ও গ্রামীণ জনসাধারণের বিভিন্ন রোগের পরিষেবা দেওয়া। পাশাপাশি করোনাকালে তাঁরা টিকাকরণের কাজেও অংস নিয়েছেন তারা। তৃণমূল স্তরে মানুষের সার্বিক টিকাকরণে গতি আনতে তাদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এতকাজ করার পরেও প্রাপ্য সুবিধা তাদের দেওয়া হচ্ছে না সরকারের তরফে. আশা কর্মীদের সাফ দাবি প্রজেক্ট ভিত্তিক কাজে ৮ দফার বেতন দেওয়া চলবে না, ছুটির ব্যবস্থা করতে হবে ইত্যাদি। পাশাপাশি বর্তমানে মাত্র সাড়ে ৪ হাজার টাকার যে বেতন তাদের জন্য ধার্য রয়েছে তা বাড়িয়ে ২১ হাজার করতে হবে .
যে মাসিক ইনসেনটিভ বকেয়া পড়ে রয়েছে, তাও দ্রুত পরিশোধ করতে হবে . ব্লকের স্বাস্থ্য অধিকারী সুব্রত সিট্ বলেন আমাদের করার কিছুই নেই সরকারের নির্দেশ মতো আমরা কাজ করবো .

আজকে পিথাকিয়ারী হসপিটালে স্বাস্থ্য অধিকারীদের এক দল পরিদর্শন করে হাসপাতালে রুগীরা কেমন পরিষেবা পাচ্ছেন, রান্না ঘর ইত্যাদি বিভিন্ন দিক খতিয়ে দেখেন .