তিনদিন আগে এই একই জায়গায় ”আর নয় অন্যায়”- কর্মসূচির সভা করেছিল বিজেপি

BHARATTV.NEWS: সংবাদদাতা, অন্ডাল : সর্বভারতীয় হিন্দি চ্যানেল গুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । তাই টিভির খবর আর বিজেপির সোশ্যাল মিডিয়ায় প্রভাবিত না হয়ে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন তিনি । রবিবার বিকেলে অন্ডাল দক্ষিণ বাজার মেলা ময়দানে বিজেপির সাম্প্রদায়িকতা ও অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভায় যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই কথা বলেন । মন্ত্রী ছাড়াও সভায় উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল, যুব তৃণমূল জেলা সভাপতি রুপেশ যাদব ,কাঞ্চন মিত্র, মিনতি হাজরা সহ অন্যরা । উল্লেখ্য তিনদিন আগে এই একই জায়গায় ”আর নয় অন্যায়”- কর্মসূচির সভা করেছিল বিজেপি । সেই সভায় বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছিলেন তৃণমূল ভাঙছে, আগামী দিনে তৃণমূলের আর কোনো অস্তিত্বই থাকবে না । আজকের সভা মঞ্চ থেকে দলের জেলা যুব সভাপতি রুপেশ যাদব তার জবাব দেন । বলেন জেলায় তৃণমূলের কোন ভাঙ্গন নেই, তৃণমূল ঐক্যবদ্ধ আছে । বিজেপি তৃণমূল ভাঙতে না পেরে আসানসোলের মাফিয়া কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা কে দলে দিয়েছে । কয়লা চোর দুষ্কৃতীদের দিয়ে দল বাড়াচ্ছে বিজেপি । ভোটের পর তৃণমূল আবার সরকার গড়বে, তখন বাংলায় পদ্মফুলের দেখা পাওয়া যাবে না । অন্যদিকে সর্বভারতীয় সংবাদ চ্যানেল গুলির সমালোচনায় সরব হন মন্ত্রি মলয় ঘটক । বলেন সব চ্যানেল বিজেপির কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে । তাই মোদি আর বিজেপির ছাড়া অন্য কোন খবর সংবাদ মাধ্যমগুলোতে দেখা যায় না । উদাহরণ হিসেবে তিনি বলেন কয়েক মাস আগে উত্তরপ্রদেশের হাতরাসে দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল । প্রথমে কোন সংবাদমাধ্যম সেই খবর সম্প্রচার করেনি । স্থানীয় এক যুবকের সৌজন্যে সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখা যায় তারপরে নড়েচড়ে বসে প্রশাসন । বলেন দেড় মাস হতে চলল কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকরা দিল্লির রাজপথে আন্দোলন করছে । সেই খবর সর্বভারতীয় চ্যানেলগুলিতে খুব একটা দেখা যায় না । সংবাদ মাধ্যমগুলি ছাড়াও বিজেপির সোশ্যাল মিডিয়া নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দেন মলয় বাবু । বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি ফেক নিউজ এর ফ্যাক্টরি খুলে বসেছে । তাই সর্ব ভারতীয় সংবাদমাধ্যম এবং বিজেপির সোশ্যাল মিডিয়ায় প্রভাবিত না হয়ে নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন মলয় বাবু । পাশাপাশি তিনি বলেন লকডাউন এর সময় কেন্দ্রের বিজেপি সরকার মানুষের জন্য কিছুই করেনি । বাংলার মুখ্যমন্ত্রী যখন লকডাউন এর সময় কালে সবার জন্য বিনামূল্যে রেশনে চাল দেওয়ার ব্যবস্থা করেন তখন প্রধানমন্ত্রী মোদী করোনা থেকে বাঁচতে দেশবাসীকে ঘন্টা, থালা বাজানোর পরামর্শ দেন । ছ’ বছরে দেশবাসীকে ধোঁকা দেওয়া ছাড়া বিজেপি সরকার কিছুই করেনি বলে মন্তব্য করেন তিনি । Repoter:Tanima Chatterjee














