
SALANPUR: আজ সালানপুর ব্লকের রুপনগরে একটি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল. কিশলয় আর্ট এন্ড ক্রাফট এর আশিষ বোস এর তরফে. সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের TMC সাধারণ সম্পাদক ভোলা সিং। তিনি প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন।














