বিধানসভা থেকে তৃতীয় বার টিকিট পেলেন বিধান উপাধ্যায়
এবার নন্দীগ্রামে থেকে প্রার্থী হলেন তৃণমূল নেত্রী, একশোর বেশি নতুন মুখ

ওম শর্মা: আসানসোল(BHARATTV.NEWS): শুক্রবার বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নন্দীগ্রামে প্রার্থী হলেন তৃণমূল নেত্রী। এবার তৃণমূলের প্রার্থীতালিকায় তারকাদের দেখা গেলো ছড়াছড়ি। আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, বারাবনিতে বিধান উপাধ্যায়, কুলটি থেকে উজ্জ্বল চ্যাটার্জী, আসানসোল উত্তর থেকে মলয় ঘটক , জামুড়িয়া থেকে হরিরাম সিং ,রানীগঞ্জ থেকে তাপস ব্যানার্জী , দুর্গাপুর পশ্চিম বিশ্বনাথ পৰিয়াল , দুর্গাপুর পূর্ব থেকে প্রদীপ মজুমদার কে টিকিট দেওয়া হয়েছে। অন্য দিকে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি শিবপুর থেকে ,রাজারহাট গোপালপুর থেকে লড়বেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। বাঁকুড়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, মেদিনীপুর সদরে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। বারাসাতে ফের প্রার্থী করা হয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। চণ্ডীপুর থেকে লড়বেন সোহম চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন লাভলি মৈত্র। বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। প্রাথী ঘোষণা হওয়ার পরেই বিজেপির প্রতিক্রিয়া সামনে এসে যায়. ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনে তৃণমূল এবার কতগুলি সিট্ পাবে জানতে চাইলে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যে ইটা আমার বলার নেই , আমি আমার বিধান সভার কথা বলতে পারি। এবার কত ভোটে আপনি জিতবেন জানতে চাইলে তিনি বলেন ২০১৬ তে যা ভোট পেয়েছিলাম তার চেয়ে বেশি ভোটে জিতবো।














