BHARATTV.NEWS, RUPNARAYANPUR:পূনরায় শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। শুক্রবার দিন সালানপুর ব্লকের রুপনারায়নপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নান্দনিক প্রক্ষাপটে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির।এইবার রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শিবিরে রয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টন নিগমের বিশেষ ক্যাম্প, যেখানে রয়েছে সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধা।নতুন করে বিদ্যুৎ সংযোগ বা বকেয়া বিলের ৫০% ছাড় এবং তাছাড়া যেসব মানুষ দীর্ঘ দিন ধরে সরকারি জায়গায় বসবাস করছে তাদেরও পাট্টা দেওয়ার পরিসেবা এবং মৎস্য চাষীদের জন্য ৫লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান সহ এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাষী ও সহসভাপতি বিদ্যুৎ মিশ্র এবং জিলাপরিষদের কর্মাদক্ষ মহঃআরমান ও পঞ্চায়েত প্রধান রানু রায় তারা সকলে শিবিরে এসে পরিদর্শন করেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং।
এদিন ফাল্গুনী কর্মকার ঘাষী বলেন, মানুষ দুয়ারে সরকার শিবির থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিসেবা পাচ্ছেন,তাই আমার আবেদন যারা এখনও আসেনি তারা আসুন ফর্ম ফিলাপ করে সুবিধা গ্রহণ করুন।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এবার শিবিরে পাট্টা, বিদ্যুৎ, মৎস্য কৃষিদের বিমার জন্য নতুন প্রকল্প বসানো হয়েছে।







