Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

দেওলেশ্বর শিবমন্দিরপাতাল থেকে আবির্ভূত

BHARATTV.NEWS: SALANPUR: মন্দিরটি হল দেওলেশ্বর #শিবমন্দির, জাগ্রত মন্দির, এখানে শিবলিঙ্গ পাতালের থেকে আবির্ভূত। ঝাড়খন্ডের জামতাড়া জেলার একটি পৌরাণিক সুপ্রতিষ্ঠিত শিবমন্দির এখানে শিবরাত্রির দিন থেকে বহু দর্শনার্থীদের ভিড় জমে ও মেলা বসে এবং শ্রাবণ মাসে বহু মানুষ বাবার মাথায় জল ঢালতে আসে দূরদূরান্ত থেকে অনেকেই মানুষ আসেন। বাবার মন্দিরে নরনারায়ণ সেবা করা হয় এবং সেবায়ত পুরোহিত কৃষ্টকিংকর ঝা তিনি এবং দেওলেশ্বর কুলডাঙা গ্রামের পুরোহিতদের দশটি পরিবার রয়েছে। তাদের প্রত‍্যেকের পরিবারের প্রত্যেক দিন ঠাকুরের সেবায়তের নিত্য পূজা হয় পালি পড়ে। সেটি মন্দিরের সেক্রেটারি মাগারাম বিদ ও প্রত‍্যেকটি সদস্যরা জানান প্রত্যেক সোমবার এখানে উৎসব হয় এবং গাজনের সময় উৎসবসহ মেলা বসে । সকল মানুষের মনষ্কামনা পূর্ণ হয়। ভেলোর ফেরত চিকিৎসাতে ঠিক না হওয়া সত্ত্বেও এই শিবমন্দিরে ধর্না দিয়ে স্বপ্ন পেয়ে ঠিক হয়ে বাড়ি ফিরে গিয়েছে কিন্তু শিব মন্দিরে এসে তা পূর্ণতা লাভ করেছে। শ্রাবন মাসে সকলে মানুষেরা জল ঢালতে আসে এবং মেলা বসে। REPORT: MANTOSH BHATTACHARYA