Bharat TV News | "The Right Path to Journalism"

"सच वही जो हम दिखाएं"

”আমাদের যুব নেতা মুকুল উপাধ্যায় সব সময় মানুষের পাশে থেকে রাজনীতি করে”

SALANPUR: সালানপুর ব্লকের বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়ের নির্দেশে ও সহযোগিতায় ফুলবেড়িয়া গ্রামের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুলবেড়িয়া গিরিধারী মন্দির প্রাঙ্গণে এই কনকনে শীতের হাত থেকে বাঁচতে প্রায় ৯০জন গরীব মানুষের হাতে কম্বল ও চাদর তুলে দেওয়া হয়। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন, আমাদের যুব নেতা মুকুল উপাধ্যায় সব সময় মানুষের সঙ্গে থেকে পাশে থেকে রাজনীতি করে।আমি ধন্যবাদ জানাই ফুলবেড়িয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য।তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামডি গ্রামপঞ্চায়েত প্রধান জনার্ধন মণ্ডল, সমাজসেবী গৌরাঙ্গ তেওয়ারী,আঞ্চলিক তৃণমূল নেতা রঞ্জন দাস ও সুবোধ চ্যাটার্জী ও কুশল দাস, আরও অনেকেই।